তুমি বেল ফুলের গন্ধ চাইছ
রাতের রজনীগন্ধায়-
তা কি হয়?
আমি যে রাতের রানী
রাতের বাতাসকে মাতাল করি
রাতের আঁধারেই বিলীন হয়ে যাই।
দিনের আগুনে দেহ রাখি বেদনায় -
তুমি জোনাকির আলোয় বিশ্ব দেখতে চাইছ-
তা কি হয়?
আমি যে রাতের পাখি
রাতেই আলো জ্বালি
ছলনায়-
মিটিমিটি চোখ -
এখানে আমি আমাকে দেখতে পাইনা
দিনের আলোয় আমি মৃত -
তুমি বারবণিতায় ঘরনী খুঁজতে চাইছ
তা কি হয়?
আমি যে হাজার হাতে নষ্ট ফুল
আমি মন্দিরে তো যাই,
দেবতার চরণতলে জায়গা নাই -
আমি শিশুর হাতের পড়ে যাওয়া ফুল,
অঞ্জলি হয় না -
মা বলে ফেলো ফেলো ও ফুলে -
পুজো হবে না জেনো।
===