।।বাতাসে ভাসে।।
দেবপ্রসাদ জানা
   ২১.১২.২০২০


থাকার মধ্যে কোথাও,বিস্তর ফারাক
তোমার আমার মধ্যে, তাই মনে হয়-
ধৈর্যের বাঁধ ভাঙার পূর্বে,দেখা যাক
নীরব ইন্দ্রিয় গুলো, কতক্ষন সয়?

এই নরক যন্ত্রণা, প্রতিদিন রাতে।
একটু একটু করে চারিদিক থেকে,
আসুক ধমনী বেয়ে,বোধ বেদনাতে।
একটা স্ফুলিঙ চলে,শ্মশানের দিকে।


একালের কামনার,জাঁতাকলে পিষে
ঝরিয়েছিলাম রক্ত,মৌন প্রতিবাদে-
ভণ্ডামির ভালোবাসা,সুদিনের শেষে-
প্রত্যাখ্যানে,পোড়াতেই হয়,নির্বিবাদে।


কঙ্কালসার মানুষ, নিত্য সহবাসে।
ছলনার পাপ যেন,বাতায়নে ভাসে।