।।বেদনার গাঢ় রস।।
   দেবপ্রসাদ জানা
     ১৯.৬.২০২০
গরম চায়ে চুমুক দিলে যেমন জিভটা পুড়ে যায়।
আমার জীবনে তোমার ক্ষনিকের প্রবেশ তেমন।
ভিতরে ভিতরে খুব নাড়া খেয়ে জেগে উঠি।
বেদনার গাঢ় রস চক্ষু হতে ঝরার আগেই মুছে ফেলি।
জীবনের দীর্ঘতম পথে পথিকের মতো একদিন।
তোমার নামের চিত্র নিয়ে নির্জনতায় বিষন্নতায়
শুধু পুড়ে ছাই হতে চেয়েছি।
ছিন্নতার ব্যথা তুমি কি জানো? ক্ষনিকের প্রেমিকা।
স্তব্ধতায় পাথর হয়ে আছি।
সময়ের খরস্রোত নৈঃশব্দ্যে নিভৃতে অলীক পথ ধরে নিয়ে যায়।
আকাঙ্ক্ষার সুতো ধরে বেঁচে থাকার প্রয়াস।
প্রেমহীনতা আঘাত অবসাদ আর মৃত্যুর পাশাপাশি।
প্রেম পরকীয়া পাপবোধ অনুতাপ বেদনা সব ঠাসাঠাসি।
মৃত্যুর পাখি হাঁক দেয় শেওলা ধরা কার্ণিশে প্রহরান্তে।
স্বপ্ন ডানা মেলে ধরে দিনান্তে।
চিনি ফোটানো গরম রসে রসগোল্লার মত
ডোবানো হৃদয় টপ করে মুখে পুরে দিলে
মুখতো পড়বেই।
জানা থাকে না পুড়লেই জানা যায়।
আমার জীবনে তোমার প্রবেশ ঐ গরম রসগোল্লার
মতো বা গরম চায়ে প্রথম চুমুকের মতো।
আজ ও জ্বলছে রসনা।।