আমার ভাবনা চুরি হচ্ছে রোজ।
তাই মনের ঘরে তালা দিয়েছি আজ।


ক্ষিদে বাড়ে ক্রমশ ভাবনার। অন্যের ভাবনার।
ঘরের ভাবনার ওপর বিশ্বাস হারিয়ে,
অন্যের ভাবনা চুরি।


নিজের মনে তালা দিয়ে অন্যের মনে ঢুকে পড়া।
লজ্জা। এটা ঠিক নয়।
ভাবনার বিশাল সমুদ্র হতে ভাবনার
একটা একটা নুড়ি তুলে আনা সহজ নয়।


বাবু নিজের ভাবনার সমুদ্রে ডুব দাও
ডুবুরির মতো কুড়িয়ে আনো অমূল্য সম্পদ।
তোমার অমুল্য সম্পদ।


বোধশুন্য মনের ভাবনা পচা ডোবা হয়ে যায়।
ভাবনার সমুদ্র শুকিয়ে নর্দমা হয়ে যায়।


নিজস্ব ভাবনার উত্তাল সমুদ্রে ঝাঁপ দাও
গড়ে তোলো এক অমূল্য সম্পদের প্রাসাদ।
শুধু আমার ভাবনা কেন?
কারো ভাবনার ভান্ডারে কলম গলিও না।
ও কলম বেশী দিন চলবে না।