ভগবান জানে
দেবপ্রসাদ জানা
  ১৮.৬.২০২১


মাগো তোমার আদরে গড়া,এই দেহ
একদিন জ্বলেপুড়ে ছাই হবে কালে।
তোমার পৃথিবী মোরে,দিলো নাকো স্নেহ,
ঘুমিয়ে পড়ব আমি,তোমারই কোলে।


স্বপ্ন দেখা শেষ হবে,চিরতরে জানি।
হাজার স্বপ্নের ভিড়ে,নিদ্রা যাবো আমি।
তোমার আঁচলে মায়া ছিল বহু মানি।
সাদা থানে ঢাকা হবে,শেষের ভণ্ডামি।


অনন্ত লোকের দেশে,ভুতের আবাস
সকলের যেতে হয়,পোরে নয়া বেশ।
নতুনের দেশে যাবো, নতুন আশ্বাস।
শিশু শিশু মন হবে,নতুন আবেশ।


মৃত্যু তবু ভয়ানক,কেন এই মনে?
স্বাধের পৃথিবী কয়,ভগবান জানে।