।।বিবর্তনের পথে।।
  দেবপ্রসাদ জানা
      ২১.৯.২০২০


বিবর্তনের ধারায় মানুষ প্রকৃতি।
বদলে নিচ্ছে চরিত্র। হারাচ্ছে সভ্যতা।
ফিরে পাচ্ছে পুরাতন প্রস্তর প্রগতি,
রক্তের মধ্যেই ফিরে আসছে বন্যতা।


নিকৃষ্টতম মানব,সভ‍্যতার আঁচে
সেঁকতে সেঁকতে আজ,অনাবিল সভ্য।
প্রথমে আগুন,পরে বভ্যতার কাঁচে
বস্ত্রহীন গৃহহীন নরনারী আজ নব্য।


কিন্তু জঙ্গলি অসভ্য একটাই প্রানী-
যারা খাদ্য জাল ছিন্ন করে টিকে আছে,
মহাবিশ্বে।  ঝলসানো ছাগশিশু আনি,
কাবাব তন্দুর খাদ্য তালিকায় যাচ্ছে।


বদলে যাচ্ছে মানব সভ্যতার রথ,
ফিরে পাচ্ছে,পাশবিক বন্যতার পথ।