মা ডাকে -বিক্রম তুই কোথায়?
ভাত খাবি আয়-
আদর করে মা ডাকে-
সোনার চাঁদ আমার ফিরে আয় বাবা,
আর দুষ্টুমি করিস না।
ডাকছে মা ফিরে আয়।
চাঁদের গায়ে পা দিয়েছে চন্দ্রযান-2
ভারত আবার জগৎ সভায় -
মারল আবার ঢু।
চলতে চলতে ঘুরতে ঘুরতে
হঠাৎ ছু মন্তর ছু।
তাকিয়ে সবাই মহাকাশে
বিক্রমবাবু কোথায় ভাসে?
চাঁদের দক্ষিন মেরু -
বুকে সবার দুরু দুরু-।
বিক্রমবাবু কোথায় আছেন?
কত খোঁজাখুঁজি।
বিক্রম কোথায় বলে না কেউ
সোজাসুজি।
তাকিয়ে সবাই উর্দ্ধপানে-
সবাই রত দেশের গানে -
টাকার দাম নিম্নপানে-
অর্থনিতি সবাই জানে -
হতাস হয়ে মা কাঁদে
কোথায় বাবা ফিরে আয়।
জিদ করিস না ফিরে আয়।
অজানা এক চাঁদের দেশে
দক্ষিনে যার প্রলয় ভাসে।
ছাড়িস কেন মায়ের আঁচল।
সেথায় ভারি বর্ষা বাদল।
বড়পুকুর মাঠের পরে
বিক্রম কাঁদে উল্টে পড়ে।
মাকে পায় না খুঁজে।
====