বিনা অপরাধে
দেবপ্রসাদ জানা
   ৬.৫.২০২১


আকাশের শূন্যতায়,নীলের প্লাবন
নিভৃতে দাঁড়িয়ে আছে অবাক নয়নে,
শেষহীন অন্ধতার তরুণ তারার
প্রসব,রাত্রির তীব্র ইচ্ছায় আকাশে।
পাতাশূণ্য বৃক্ষ যথা,আত্মক্ষতে আমি
এতটাই উদাসীন,যে গ্যালাক্সি ঘুরি।
অন্তরাকাশে প্রহরী মেঘশূন্য হলে,
সাদাঘোড়া ছুট দেয় বাঁক ঘুরে ঘুরে।
বাক্ রূদ্ধ বাতাসের নিভৃতে সংলাপে,
প্রাণের পাখিটা আজ,দেহ ছেড়ে যাবে।
পুরানো খাঁচায় তার,ভালো লাগছে না।
মুষ্টিবদ্ধ হাত দুটো,নয়া অঙ্গীকারে-
অশনি সঙ্কেত দেখি,দুয়ারে দুয়ারে।
মেঘলা আকাশ ডাকে,বিজলি চমকে,
কি কথা বলার ছিলো বলা হয় নাই,
যত কথা ছিল বাকি,সেরে নিতে হবে।
কত কাজ হাতে ছিল,কত আরো স্বপ্ন-
সব রয়ে গেল,তার মনের ভিতর।
ঝাঁকে ঝাঁকে মন ফুঁড়ে,উষ্মা জড়ো হয়।
দাঁড়িয়ে পড়েছে সব, মরণের ভয়ে।
বুলেট বিঁধেছে বুকে,কথা ছিল বাকি,
সেই,না বলা কথাটা,বলে যেতে হবে
বলতেই হবে সব,আর লাজ নয়,
ছন্দের পতন মনে,কারে বলি কথা
জীবনের আলপথে,হেঁটে চলে যাক।
গায়ের জামায় লেখা,লাল রক্ত দিয়ে-
লিখেছিল একদিন,ভালোবাসা নিয়ে।
অব্যক্ত প্রেমের গাথা,না বলাই থাক।
কেন শুধু শেষ দিনে,প্রিয়তমা নারী
অপমানে ভরেছিল,যৌবন তাহার।
গোপনে যে বিঁধিয়েছে,তীক্ষ্ম আলপিন
হৃদয়ে আগুন জ্বেলে,হাত সেঁকে গেছে।
ওগো ইচ্ছামতী নদী,ভালোবাসি আজো।
দাঁড়িয়ে আছো কি,পর্দার পেছনে?
শূন্যের প্লাবনে আজ,শূন্য হয়ে যাই।
তোমার গন্ধ পেয়েছি,আত্মমগ্ন-মনে,
শুকনো পাতার মতো,পথে পড়ে গেছি,
কদিন,আর সইব,বিনা অপরাধে?