।। বিষন্ন বরষা।।
দেবপ্রসাদ জানা
  ১০.৮.২০২০


বর্ষার বিষন্ন চাঁদ মেঘে ঢাকা তারা
রাতের স্বপ্ন মশারী ঘেরা পূর্ণ চাঁদ
উঠেছে মেঘের কোলে,জোছনায় ঘেরা
বৃষ্টি-ভরা আসমানে ফেলা মৃত্যু ফাঁদ।


রাত্রির অস্ফুট ব্যথা অনুভবে ঘেরা
আশমানে আলোছায়া শ্রাবনী ভেলায়
ক্ষীণ বজ্রধ্বনি বাজে ঝিকমিক করা
শ্রাবণ মেঘের মাঝে চাঁদ ডুবে যায়


শ্রাবনের ধারা কহে বিষ বেদনায়
স্মৃতির মস্তকে ঘোরে বেদনা-মন্থর
আর যে পারি না সই ভেজা বরষায়
খুলে দাও অন্ধকারে বিস্মৃত প্রহর;


শতাব্দীর স্মৃতি নিয়ে আদরে আদরে
আশমান ঢাকা আছে মেঘের চাদরে