বিশ্বাস হয়নি
দেবপ্রসাদ জানা
   ২৬.৪.২০২১


আরো একবার নীল খামটা খুলেছি
তোমার ভালোবাসার শব্দ ভরা খাম।
তুমি বিশ্বাস করতে পারোনি দেখছি,
সব শব্দে যেন,ক্রোধ মাখানো পেলাম।


সমুদ্রের মধ্যস্থলে জন্মে উদ্দীপনা
যেন সুনামী প্রবাহ,হৃদয়ে প্লাবন।
স্মৃতিময়তায় জমা কালের যাতনা।
বুকের পাঁজরে চলে,ঝোড়ো আক্রমন।


অলক্ষে জমেছে মনে ক্ষতের পাহাড়ে।
হৃদয়ের ডান পাশে  প্রতিবিম্ব খানি-
পলকে ভেঙেছে প্রিয়া, পত্রের প্রহারে।
এখনো তুমি বিশ্বাস,করতে পারোনি।


মেঘের আড়ালে অশ্রু,চোখে যে পড়ে নি
তাইতো,আজো বিশ্বাস করতে পারোনি।