।।বিশ্বাসের ত্রিশ বছর।।
    দেবপ্রসাদ জানা
       ১১,৬,২০২০


বিশ্বাসের ত্রিশটা বছর তোমাতে আমাতে
চলো না আজ বসি ঐ সামনের মাঠটাতে।
সন্ধ্যাবেলায় সূর্য যখন উপর থেকে যাবে নেমে
পাহাড়ের গায়ে লাঠি ঠুকে ঠুকে যাবে বেশ ঘেমে।
যাবার আগে তোমার মুখটার ওপর সোনালী রঙ
তুমি হাসবে,তুমি বলবে, তুমি গাইবে,করবে ঢঙ।
সবুজ ঘাস একটু পরে ভরবে রূপালী জোছনায়।
একটু স্পর্শ করে দেখো আমায় এই শেষ বেলায়।
স্পর্শ কাতর আমার এই বায়বীয় দেহ খানি
ছুঁতে পারবে কি তোমার শঙ্খবালাহীন পানি।
আজ সেই আমার দেহত্যাগের প্রথম রাত
প্রতিক্ষন তোমার হাতে ছিল আমার হাত।
নক্সা কাটা পালঙ্কে তোমার সাথে ত্রিশটা বছর
শেষবেলায় দিলে বাঁশের তৈরী খাটের উপর।
যে ফুলের গন্ধ আমাকে কষ্ট দিতো তখন
সেই ফুলই সারা গায়ে লেপ্টে দিলে এমন।
শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায় মরা শরীরেও
তার ওপর আতর। অপছন্দ ভগবানেরও।