এ কোন প্রজন্ম ছুটছে দিগন্তের দিকে।
স্তব্ধতার দিকে।
যেন গ্রহচ্যুত প্রানী।
মান-মনুষ্যত্ব বিবেক বিশ্বাস
বন্ধুহীন -
না বন্ধুহীন নয়। মোবাইল -
প্রিয়বন্ধু।
সম্পর্কহীন, বিবর্ণ।
পাতা ফুলকে চিনছে না।
ফল ফুলকে চিনছে না।
রক্তে রক্তে বিভাজন।
পরমানুর কনায় কনায় বিভাজন।
বিভাজন ধর্মে-
বিভাজন বর্ণে-
বিভাজন অর্থে-
বিপন্ন পৃথিবী।
গলছে বরফ, বাড়ছে জলস্তর।
পৃথিবীর মুলভূখন্ড বিভাজনের আয়োজন।