এইতো সেদিনও-
আকাশে বাতাসের সাথে মেঘ -
খেলা করছিল।
পৃথিবী সেজে ছিল ফুল ফলে।
পৃথিবী স্নান করে ছিলো ক্ষনে ক্ষনে -
সবুজে সবুজে ছেয়ে ছিলো
পৃথিবী।
অবাক হয়ে দেখছিল চাতক -
বাতাসে ছিল আমোদ।
মুগ্ধতায় তাকিয়ে ছিল শস্যেরা
মানব সভ্যতায় ছিল নিরঙ্কুশ
স্বচ্ছতা।
চাঁদ আকাশে লুকোচুরি খেলছিলো -
পৃথিবীর সাথে -
ঝিঁ ঝিঁ পোকা ডাকছিল
ব্যাঙ খুজছিল সাথি-
ডাক দিয়েছিলো বারবার-
পাওয়া না পাওয়ার বেদনায়
অন্য এক পৃথিবী-
ফুটপাতে কেঁদেছিল-
তবু যেন জীবন্ত ছিল আশা-
আজ নীরব পৃথিবীটা -
অশান্ত হয়ে উঠেছে -
দিকে দিকে বিষাক্ত ধোঁয়া -
পরিত্যক্ত প্লাস্টিক -
নোংরায় ভরা জলাভূমি-
কে যে দিল অভিশাপ?
বলতে পারো কেউ?
===