বন্দী বিপ্লব


মুক্তির সীমান্ত ঘেরা,বিস্তীর্ণ প্রান্তরে।
বিপর্যস্ত গনতন্ত্র করে আর্তনাদ।
কন্ঠরূদ্ধ বিস্ফোরক,পর্বত অন্তরে।
বিপ্লবের বৈশ্বানর,গুনেছে প্রমাদ।


পদানত জনতার, ছিন্ন প্রচ্ছাদন।
প্রগতির ঘরে ঘরে,পড়ে জ্যান্ত লাশ।
প্রতীকচিহ্নের রঙে,মরে জনগণ।
গনতন্ত্রের পতাকা,আজ ক্রীতদাস।


হুঁসিয়ারী ঘরে ঘরে রক্তের তরঙ্গে।
আশ্চর্য উদ্দামে আসে,চিহ্নিত মরণ।
ভোগের লালসা বাড়ে গদিটার সঙ্গে।
বুভুক্ষু কুকুর যেন ঘোরে সর্বক্ষণ।


সযত্নে মুখোশধারী করে আস্ফালন।
বিশ্বব্যাপী প্রতীক্ষায় হবে আন্দোলন।