।।বুকের যন্ত্রটা।।
দেবপ্রসাদ জানা
    ৮.১.২০২০


আজ বুকের ভিতর, যন্ত্রটা অস্থির,
বড় অভিমান হয়,তোমার কথায়।
নীরব নিশ্চল তুমি,কখনো বধির,
ভিতরে ভিতরে রাগ,অভিমান চায়।


গোলাপ সুন্দর,তুমি বলেছিলে মোরে
তার স্বর্গীয় আকৃতি,দেখেছি সেদিন-
অন্তরের উপলব্ধি,পড়েছে নজরে।
হৃদযন্ত্রটা হঠাৎ,থেমেছে সেদিন।


রক্তে আস্ফালন হলে,বুকে আন্দোলন
হৃদয় আগুনে যেন, হৃদয় পোড়ায়।
মরা বুকে,বৃষ্টি নেমে,হোলো জাগরণ।
তোমার চেতনা মোরে,আদর ভরায়।


বিভেদে-বিদ্বেষে নয়,ঘুম আকাঙ্খায়।
বিফলে যায়নি প্রেম,হৃদ ছলনায়।