।।ক্যালেন্ডার।।
দেবপ্রসাদ জানা
  ১১.০১.২০২০


উপোসী পেট রাস্তায়,ভিক্ষা মেগে খায়
নতুন বছর আসে,আনন্দ উল্লাসে।
পেটের জ্বালায় ঘোরে,খাদ্য নাহি পায়
নতুন বছর আসে, জানুয়ারী মাসে।


ল্যাপটপে অঙ্ক কষে, যাদের শিশুরা
তারাইতো মাস গুনে,বর্ষ ডেকে আনে
ক্যালেণ্ডারে পাইখানা,করে যে শিশুরা
কেমনে জানবে তারা," নববর্ষ " মানে।


বছর বদল হলে,জ্বেলে ক্যালেণ্ডার,
একবেলা আগুনের, সুলভ সঞ্চয়।
ইট ঘিরে ভাত রাঁধে, করুণা অপার।
ফুটের ওধারে দেখো কত অপচয়।


বছর নতুন হোক,বা অতি পুরানো।
লাভ লোকসান সব,ওদের সাজানো।