।।চেতনার শব্দ।।
দেবপ্রসাদ জানা
০১.১২.২০২০


তোমার চোখের তারা,কি যেন বলছে
ডেকে,শুনতে পাও কি তুমি চিত্রলেখা।
অনলে আগুন দিতে, হৃদয় কাঁদিছে
তোমারই আঙিনায়,পোড়ে পত্রলেখা।


একা একা করিডোরে দীর্ঘ অপেক্ষায়
কেন যে দাঁড়িয়ে ছিলে,এখনো বুঝিনি।
আমার লেখা কবিতা,তোমারে শোধায়
তুমি কি ভালোবেসেছ?বুঝতে পারিনি।


তোমার উষ্ণ ঠোঁটের নিচে ক্ষত,তাই
অজানতে যদি ঘটে,গুপ্ত পরকীয়া
অন্ধতায় লাগে যদি, কলঙ্কের ছাই।
বিষাদে কাঁদছে বুঝি, ঐ বিসন্ন হিয়া।


কবিতার অহঙ্কার,লিখে ফেলি গদ্যে।
সব পাপ ধুয়ে ফেলি,চেতনার শব্দে।