।।ছদ্মবেশে।।
দেবপ্রসাদ জানা
১৭.১০.২০২০


ছদ্মবেশে একদিন, তোমার বাড়িতে-
যাবো।"বলব গোপিনী,বাড়ি আছো আজ?"
তুমি নাকাল হবেই,বলবে ভয়েতে-
কেরে বাবা চোর নাকি?সবে হলো সাঁজ।


হয়তো জড়িয়ে ধরে,কই ভালোবাসি।
নয়তো,দরজা বন্ধ করে ধমকাই।
যা আছে সবই দাও,মোরে হাসি হাসি।
কি চাই বুঝেছ কিনা?সব কিন্তু চাই।


এ বাড়িতে কেউ নাই,তুমি আমি একা
ভালোবাসার এমন সুযোগ,কোথায়?
আদর করে খাবার যদি থাকে রাখা
ভালোবেসে খেতে দেবে,গোপিনী হেথায়।


তারপর ছদ্মবেশ খুলে দেবো হেথা।
রাগ করে তুমি আর,বলবে না কথা।