।।ছদ্মবেশ।।
দেবপ্রসাদ জানা
৩০.১২.২০২০


মুখোশ সাঁটা মুখের পরে,অর্বাচীন
আসল মুখের ছবি করো অধ্যয়ন।
মিষ্টি কথায় ভুলিয়ে রাখে প্রতিদিন
ভদ্রলোক বলে যারে,করি আপ্যয়ন।


পরের ধনে পোদ্দারি,নিজে লবডঙ্কা
কোথায় কবে ছোবল দেবে,সাবধান!
ছদ্মবেশে সর্বক্ষন,খোঁজে শুধু মক্কা
মনে থাকে দুষ্টবুদ্ধি,করে গুনগান।


সাবধানে থেকো ভাই, তাদের হইতে
রক্তমাখা ছুরি থাকে,তাদের কোমরে,
কখন যে,তা হানবে,পারবে কইতে?
আচরনে মিষ্টি ভারি, মন দেবে ভরে।


আগুনের সাথে বাস,মোটে ভালো নয়।
আমি নয়,আমি নয়, জ্ঞানীগুনী কয়।