আঁকাবাঁকা নদী  যেথায়
তার ই পাশে তোমার ঘর
সারে সারে নৌকা বাঁধা
তোমার সাথে তোমার বর।
একলা বসে আপন মনে  
ছবিটা এঁকে ফেলি।
ঐযে পাহাড় ধোঁয়ায় ঘেরা
সূর্য কোথায় গেলি।
মনের মধ্যে যেমন খুশি  
হালকা রঙের ছেটা
স্বপ্ন দিয়ে রাঙিয়ে দেব
আঁকছি ছবি যেটা।
প্রজাপতির পাখনা গুলি
হাজার রকম রঙ।
দাঁড়িয়ে আছো এলো চুলে
এবা কেমন ডং।
যে ছবিটি সকাল বেলায়
তোমার আঁচল ধরে।
সেই ছবিটিই আঁধার রাতে
তোমায় খুঁজে মরে।
যে ছবিতে জানালা খুলে
আমায় দেখা দাও।
সেই ছবিতেই চোখ রাঙিয়ে
কি যে সুখ পাও?
বকুল গাছে দুটি ডালে
দু'টি হলুদ পাখি,  
তার ই নিচে বেদীর পরে
হৃদয় খুলে রাখি।
মাঠের পরে যে ছবিটার
স্নিগ্ধ সকাল ছিল।
সেই ছবি টাই দুপুর বেলায়
পাহাড় খুঁজে পেল।
দেখতে দেখতে ছবিটা আজ
রঙের ছড়ায় বাঁধল।
সেই ছবিটার  আসল খবর
কে ই বা আর জানল?
এই ছবিটি বই মেলাতে
দামি হবে জানা।
ভাবছি মনে তোমার ছবি
তোমায় দেব কিনা।


======