সকালে উঠিয়া আমি মনে মনে বলি।
সবাই যেন তোমার মতো পায় কথা কলি।
বলো কিগো ও মমের বাপ,বলছ নাতো রাগে?
এতখানি ভালবাসো বুঝিনি তো আগে?
নাগো না তা নয় বলছি কি আর সাধে?
আমি কেন ভুগবো একা, সবাই ভুগুক রাধে।
বাঃ বাঃ বললে তো, বেশ আমি এত বাজে?
আমি বলে উতরে গেলে, নইলে মরতে লাজে।
হ্যাঁ হ্যাঁ সবার ঘরে দেখো গিয়ে একই সুরে গায়।
সবাই যেন তোমার মত ঘরের বৌ পায়।।
বুদ্ধিমতি সুন্দরী মৃদুভাষিনী, রন্ধন পটিয়শী, দেবী অন্নপূর্ণা
অনন্যা। ওঃ আমি কি ভাগ্যবান।
হ্যাঁ গো শুনছো, 'ভাগ্যবান' ইংরেজি কী ?"
"UN-MARRIED"
তোমার মাথা।
কেন গো হল কি? ঠিক হয়নি?
এখনতো বলবেই-পুরানো হচ্ছি যে-
তাতে কি old wine and old wife
একই জিনিস,বড় নেশা।
মরলে বুঝবে, যখন একা হবে।
হ্যাঁ গো, শুনছি স্বর্গে নাকি স্বামী-স্ত্রীকে
এক সাথে থাকতে দেয় না ।
ওরে সোনা, সেই জন্যই তো সেটা স্বর্গ ।
অভদ্র- সারাজীবন ওর সংসারে খাটতে খাটতে -
আমি যদি হারিয়ে যাই তাহলে বুঝবে -
কাগজে বিজ্ঞাপন দেবো !
তাই? কী লিখবে ?
যে পাবে তার ।
এ রকম অপমান? জামাইবাবু ঠিকই বলে -
কি বলে?
বাঁদরের গলায় মুক্তা হার -
পরের মাল, বিনে পয়সায় ফষ্টিনষ্টি, ভায়রাভাই !
'ভায়রাভাই' মানে কী ?
তাও জানো না।
যখন দুই বা তার বেশী ভদ্রলোক
একই কোম্পানির মাল ব্যবহার করে ঠকে যায়,
তাদেরকে ভায়রাভাই বলে।
কবিতা লিখে লিখে উচ্ছন্যে যাচ্ছো।
নাটক ও লিখি।
কবিতা আর নাটকের পার্থক্য কী ?
কচি শ্যালিকার মুখ থেকে বার হওয়া প্রত্যেকটা কথাই 'কবিতা'
আর
বৌ-এর মুখ থেকে বার হওয়া প্রত্যেকটা কথাই 'নাটক'।
===