সকলেই তো এলো সময় মতো
তুমি এলে না
চিত্রলেখা
শরৎ এলো,বসন্ত এলো
কিন্তু তুমি এলে না।
গ্রীষ্ম এলো থেকে গেল
থেকে গেল বহুদিন
সুধু তুমি এলে না।
কথা দিয়েছিলে
আসবে, আমাকে ভালোবাসবে।
আমাকে তোমার করে
রাখবে।
কথা দিয়েছিলে।
দেখো তোমার জন্য সারাদিন
অপেক্ষায় আছি-
তৃন সেতো ছোট্ট
কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে
মৃগ ! সেতো দুষ্টু,বসেছিল বহুক্ষন।
চাতক রয়েছে তাকিয়ে তোমার আশায়।
পায় যদি দেখা।
চিত্রলেখা
শীত।  সেও এসেছিল
কিছু দিন হলো চলে গেছে।
দেখা পায়নি বলে
রাগও করেছে
হয়তো।
বলে গেল হয়েছেতো শেখা
প্রেম প্রেম নিয়ে গল্প লেখা।
চিত্রলেখা
তুমিতো কথা দিয়েছিলে
আসবে।
মিথ্যে?
না তাতো তুমি বলো না।
তবে? কি হয়েছে আজ?
দেরি করো বরাবর জানি।
কথার খেলাপ তো করো না-
আর কখন আসবে তুমি?
বলো না কখন হবে দেখা।
চিত্রলেখা।
হ্যাঁ। আমি আছি
এখনো -তোমার জন্য
এসো দেরি করো না আর যেন।
দিন শেষ হলো রাতও কাবার।
এখন সময় হয়েছে যাবার।
এসো না আর আর হবে না দেখা।
চিত্রলেখা।