হৃদয়ে প্রেমের বাসনা
কুমকুমের মত লাল হয়ে জাগে-
কথা দিয়ে ছিলে তুমি -
ভোরের আলো নিয়ে আসবে
বসন্তে-চিত্রলেখা
কথা দিয়েছিলে।
বেদনাঙ্কুরিত বুকে -
তোমার হাতের স্নিগ্ধ পরশ দেবে।
অনাকাঙ্খিত বেদনায় চুম্বন দেবে এঁকে-
কথা দিয়ে ছিলে।
কথা দিয়ে ছিলে-
একটি গোলাপ দিলে,
লাল গোলাপ।
কিংবা পাপড়ি-
পাই নি লাল গোলাপ-
ভেবো না
আমি সাদা গোলাপে আমার -
বুকের রক্ত ঢেলে দিয়েছি -
দেখো লাল গোলাপ।
অশান্ত এ বুকে তোমার স্নিগ্ধ ছোঁয়ায়-
আসবে প্রশান্তি লয়ে
এই ব্যর্থ পঞ্চাশে -
আমাকে আপন করে নেবে
কথা দিয়ে ছিলে।
বাগবাজারের উদ্যানে বসে
কদম গাছের তলায়-
আগামী বসন্তে আমার হবে।
বসন্ত চলে গেল।
চৈত্রের সকালে  
মর্মরে ঝরা পাতার
নির্মম রোদ্রছায়ায়
তুমি আসবে-চিত্রলেখা।
তোমার গৈরিক তনু তাম্রবর্ণ হবে।
তবু -কথা দিয়ে ছিলে।
একটা বাসা হলে
সব ছেড়ে -
পুরাতন স্মৃতি গুলো ঝেড়ে ফেলে -
নতুন ভাবে আমাদের জীবন
শুরু হবে -ভালোবাসার।
বলে ছিলে ভালোবাসি -
বলেছিলে তুমি আমার -
চিত্রলেখা বলেছিলে তো?
কথা দিয়ে ছিলেতো?
সব দুঃখ,সব কষ্ট তোমার।
বলেছিলে পিছুটান পেছনে ফেলে-
হাতে হাত রেখে
অনায়াসে আমার হবে।  
কথা দিয়েছিলে।


======