।। চিত্তহারিনী।।
দেবপ্রসাদ জানা
   ৭,৬,২০২০
প্রায়ই কোনো অনুসঙ্গ ছাড়াই মনে পড়ে তাকে
কখনো তীব্র ভাবে, কখনো অস্পষ্ট,
কখনো স্নান ঘরে। কখনো আয়নায়।
চোখের সামনে আসে আর চলে যায়।


আমি চেষ্টা করেও তার মুখচ্ছবি ভুলতে পারছি না
কখনো ঘোর অন্ধকারে,চিলেকোঠায়।
কখনো বর্ষা রাতে আলোছায়ায়।
প্রখর রোদ্রে এক্সপ্রেস ওয়েতে মরীচিকায়।


মস্তিষ্ক হারিয়ে ফেলে বোধ।
চেয়ার পেতে বসে পড়ে স্নায়ুকোষ।
একটা ঠান্ডা শিহরণ বয়ে যায় মেরুদন্ড বরাবর।


সে আসে শরীরে রক্ত চলাচলের মধ্যে মিশে যায়।
ক্ষরণের মতো কিছু ঘন তরল মেরদন্ড দিয়ে বইতে থাকে।
বিষন্নতায় আচ্ছন্ন হয়ে আসে শরীর।
কখনো সে আসে, কখনো চলে যায় নিঃশব্দে নীরবে।


সমুদ্রের জলে সত্তরভাগ ডুবে থাকা পৃথিবী বাঁচতে চায়।
হাবুডুবু খায়। সাঁতরে ডাঙ্গায় উঠতে চায়।
কি সেই আত্ম প্রবঞ্চনা? কে সেই চিত্তহারিনী?
কেন সে আসে?কেন চলে যায়, কেন যে যায় না দেখা।
আকাশের রঙে মিশে,হারিয়ে যাই আমি একা ।।