নিঃশব্দে
নিঃশ্বাসপ্রশ্বাস
বন্ধ করে শোনো।
শুনতে পাবে
ফুল ফোটার শব্দ।
পিপীলিকা র কথোপকথন।
শুনতে পাবে ঝিঝি পোকার ডাক।
মৌমাছিরা কথা কয়
ভালোবাসে,
প্রেমের কথা বলে।
শুনতে পাবে।
তাদের গুঞ্জরন -ও
শান্ত হয়ে বসো, একবার
আর মনোসংযোগ করো।
যেমন করে
ধ্যান করেন মনিঋষি।
এমন শান্ত, ফুল ঝরে পড়ার শব্দও শুনতে পাবে।
বাতাসে বয়ে আসে শতাব্দী পুরানো কথোপকথন
শুনতে পাবে।
যারা এখনো ভাষা শেখেনি তারাও।
শুনতে পাচ্ছো -
একদিনের জীবন যাদের তাদের গান।
চুপটি করে বোসো
শুনতে পাবে হাজার
হাজার বছর আগের কথা।
ফারাওরা তুতাখামেনের কথা।
আলতামীরা গুহাবাসিদের কথা।
শুনতে পাচ্ছো?
পাচ্ছো না?
এতো অস্থিরচিত্ত কেন?
চিত্ত স্থির করো।
তুমিতো এখনের কথাও
শুনতে পারছ না।
====