।।চোখের জলে।।
দেবপ্রসাদ জানা
    ৩১,৫,২০২০
পুরুষের চোখের জল মেয়েদের দেখাতে নেই
তাই গোপনে চোখের দুফোটা জল
বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে মুছে।
বুকের ভেতর উষ্ণতা পাঁজরের নিচে
চেপে, ষোলো বছরের ঋষি বলে,
আমাকে ছেড়ে চলে যাবে বেলাদি?
লাল সিঁদুরে রাঙা,লাল বেনারসি,
গলায় গোঁড়ের মালা বাসি।
মুখে ভুবনভরা হাসি।
ঋষির দুই গাল চেপে ধরে
একটু আদরের সুরে
বলে, ওরে আমার ছোট্ট প্রেমিক
আমার রাতের জোছনা।
তোকে যে আর আমার দরকার হবে না।
বোধশুন্য ঋষির বুকে সহস্র বেদনারা
মন খারাপ নিয়ে ঢুকে পড়ল।
হারিয়ে গেল তার রজনীগন্ধা বেলাদি।
কেঁপে উঠল অদৃশ্যে থাকা ক্ষূধার্ত সেই প্রেম পাখিটা।
একদিন তীর বেগে উড়ে গিয়ে বসেছিল
বেলাদির বাড়ির চিলে কোঠায়।
বৃষ্টি ভেজা দুপুরবেলায়।
ঋষি তোকে ছাড়া আমি বাঁচব না রে।
ঐ দুটো হাত আর নরম ঠোঁটের পরশ মেখে
ঋষির স্বপ্ন শুরু।
আজ তার চোখের কোনের জল টুকুও বেলাদি দেখতে পায়নি।
বড় নিষ্ঠুর ঐ পরিনত মন।।