চোখের কালি
দেবপ্রসাদ জানা
২৫.৬.২০২২


তোমার চোখে আগুন দেখেছি
তোমার চোখে ফাগুন দেখেছি।
আজ দেখেছি চোখের কোণে কালি।
তোমার চোখের তারায় অহংকার।
কী করে বোঝাবো তোমাকে। 
ভালোবাসার লাল গোলাপটা আজ কালো-
মনের গভীরে যা ফোটে নিয়মিত -
তোমারই চোখের কোণে,
অতি সন্তর্পণে।
নিশীথনী তোয়ধর নাচে তব চোখে।
আকাঙ্ক্ষার  মহীধ্র শিখরে ভাসে -
জমাট বাঁধা পয়োমুক,
তোমার ঘণ কালো কেশরাশি,
কতবার চোখ রেখে কেটে গেছে নিঝুম সময়। 
অথচ হৃদয় ছুঁয়ে দ্যাখো -
বারবার তোমার ভেতরে বেজেছি আমি।
বাঁশির মতো নীরব অভিমানে। 
আক্ষেপ,তোমারই মতো কেউ বোঝেনি 
অভিযোগ করিনি আমি,
কারোর কাছে, বলিনি যন্ত্রণার কথা।
শুধু ভালোবেসে গেছি স্নিগ্ধ অন্ধকারে।
নিজেকে ছুঁয়ে দেখেছি  উষ্ণতাহীন।
তোমার চোখের কোণে কালি দেখেছি
গোপন অনুভবে। 
হে প্রেম! হে নিঃশব্দ ভালোবাসা-
তুমি কথা দিতে পারোনি,ব্যথা দিয়েছ বারবার।
হে আশ্চর্য প্রেরণা আমার-বয়ে চলো-
রক্তনালি বেয়ে উদগ্রীব আত্মসমর্পণে।