।।ডাক আসেনি।।
দেবপ্রসাদ জানা
     ৭.১০.২০২০
ডাক আসেনি এখনো,তবে ডাক পাবো।
বিনা আমন্ত্রনে আমি,কোথাও যাই না।
হয়তো কয়েকবার,ভেবেছিনু যাবো।
সাজগোজ করে ভোরে। অবাস্তব ভাবনা।


একটা বিষের শিশি,সেই চিলেকোঠা
তিন দিক খোলা ছাদ,বুকের যন্ত্রনা।
ডাক পেড়েছিল রাতে,মুক্ত চিলেকোঠা।
হ্যাঁ দুপুরে,একা ঘরে,সে ডাক মন্দ না।


যন্ত্রনাটা যত বাড়ে, তার ডাক আসে
কড়িকাঠ বা ঝুলন্ত পাখাটার শব্দে।
বিষের শিশিটা ঘোরে,শুধু আশেপাশে।
লিখে যাব রক্ত দিয়ে একবার, গদ্যে।


তার ছলনায় আমি ভুলেছি আমায়।
ভালোবাসা কেন এত,আমাকে কাঁদায়।