।। দেবী দূর্গা।।
দেবপ্রসাদ জানা
   ১৭.৯.২০২০


দেবী দূর্গা কহে তার,বীর পৌত্রগনে।
দু হাজার বিশ,বিশ্বে ভরলো করোনা।
হলাহল মহা বিষ,ভরে দিল চীনে।
মৃত্যুর মিছিল চলে,ভীষন ভাবনা।


গনেশের পুত্র কহে,"প্রশ্ন মোর মনে-
"এমন দূর্গতি কেন,এলো পৃথিবীতে"?
"ওরা সব অনাচার,ভরে ছিল মনে"
দিকে দিকে অত্যাচার,ছিল ভোর হতে।


মহালয়া হলে পরে,যেতে হবে নাকি।
ভয়ে ভয়ে দূর্গা কহে,বিপদের দিন।
ভোরবেলা শাঁখ বাজে,ছয়দিন বাকি।
ধূপ ধুনো পরিমলে,করোনা মলিন?


নারে বাবা যাব নারে,এত তাড়াতাড়ি।
একমাস পরে হলে,তবে যেতে পারি।