কবিতাটি আমার ছোটো মেয়ে ইপ্সার জন্য লেখা ছুটি নিয়ে


পনেরই অগাস্ট একটা ছুটি
হরেকরকম কাজ।
অঙ্ক করো ইতিহাস পড়ো
মায়ের যেন রাজ।
স্বাধীনতা দিবস মোদের
কত আদরের।
নাচ হবে গান হবে
নাটক আনন্দের।
ছুটির দিনেও পড়াতে হবে
এ ভারি অন্যায়
মাগো তুমি ছাড়ো নাগো
জিলাপি খেতে দেয়।
লাগলে ক্ষুধা মিথ্যে কথা
ছোটো বাইরে টায়
বলুনতো দিদি মজা কি আর
ছুটিতে পাওয়া যায়।
মজাতো লাগে স্কুলেতে
দুই প্রিয়ডের মাঝে
মনের মতো স্বাধীন আমি
আনন্দ ঘন্টা বাজে।
ছিঃ ছিঃ ছিঃ এমন কথা
মুখে আনতে নেই।
স্বাধীন দিনে ছুটির মজা
মজা করতে নেই।
জিলাপি হবে রান্না হবে
মাংস দিয়ে ভাত।
ক্লাব ঘরে রঙিন জলের
গ্লাসে দেবে হাত।
তোমার ছুটি তোমার ই রবে
বলে দিলাম আজ।
আজকে তুমি জিলাপি খাবে
কাল দেবে লাজ।
তোমার যারা বন্ধু খোকা
তারাও থাকবে সব
সারা দেশের খাদ্য হীন
দেখো করছে কলরব।
জাতীয় পতাকা উঠক সোনা
সেলাম করি তাকে।
তোমার ছুটির ফাঁকে যেন
ভুলে যেও না মাকে।
রক্ত যারা দিয়েছিলেন তাদের
তাদের হৃদে রেখো
লজ্জায় মাথা নামিও নাকো
উচু হয়ে দেখো।
মাছ ভাত মাংস ভাত আর
ডিম ভাতের স্বাধীনতা।
এদের দেখে ভুলো না যেন
শহীদ মানসিকতা।
পতাকা তোলো স্মরন করো
বীর শহীদের নাম
রক্তে রক্তে লাল করো আজ
তবেই এর দাম।
প্রদীপ জ্বালো ধুপ জ্বালাও
বাজাও শঙ্খ ধ্বনি
জাতীয় সঙ্গীতে ভরিয়ে তোলো।
গাও সেরাদের বানী।


==========