চলো না আজ একটু দূরে যাই
একক দশক করে গুনি
হাঁটার তালে তালে -
চলো না আজ একটু বসি
লেকের পাড়ে ঘাষের উপর
আকাশের তারা দেখি
চলো না আজ একটু বসি গড়ের মাঠে
সবুজ ঘাষের উপর-
জোছনায় স্নান করি কিছুক্ষন
উন্মক্ত করি তোমার বুক
জোছনায় স্নান করুক হৃদয়-
এক বুক ভালোবাসা ভরে দি
তোমার হৃদয়ে -
আর একটু বসো না কিছুক্ষন
সবুজ ঘাষের উপর।
হালকা বাতাস দি তোমার কানের নিচে -
উত্তেজিত করি-
তোমার উষ্ণ দেহ খানি,
পিপাসা বাড়ুক -তোমার দেহ জুড়ে।
অন্ধকারে তোমার উরুতে দি হাত -
আকাঙ্খা জড়িয়ে  ধরো আমাকে -
কামনায় বুক ফাটুক কিছুক্ষন।
ঢেলে দি অমৃত সুধা তোমার দেহে-
জন্ম নিক এক জারজ সন্তান
সবুজ ঘাষের ওপর-
আস্তাকুঁড়ের পর্যাপ্ত আর্বজনা পড়ে থাক -
কুকুরে মুখে করে নিয়ে যাক
তাকে কোন এক স্বহৃদয় বন্ধুর
কাছে-
প্রান ফিরে পাক শিশু
ধন্য হোক পৃথিবীর হৃদয়।
===