উত্তরের জানালাটা বন্ধ করে দাও সম্পা।
বড় হিমেল বাতাস আসছে এবার।
তুমিও কিছু গায়ে দাও-
সর্দি লাগে তোমার।
আগুনের মতো করে জাপটে ধরো-
উষ্ম হোক দেহ-
তোমার আমার -
উত্তাপ ঢেলেদি একবার-
তোমার দেহে জন্ম নিক অগ্নিকুন্ড-
সমাজের পাপতাপ গুলোকে
পুড়িয়ে ছাই করে দিক সে।
কিংবা বসুক পাহারায়-
কৃষ্ণের মতো -মহাভারতে -
আরো একবার হোক কুরুক্ষেত্র-
গীতার বানী বাজুক সবার মনে।
ধর্মযুদ্ধ হোক একটা -
পুনঃস্থাপন হোক আবার।
এতে অসুবিধা নেইতো সম্পা?
নাকি বীরগর্ভা হতে ভয় পাচ্ছো?
ভয় নেই-
সব ক্লীবলিঙ্গ হয়ে আছে
আমার উত্তাপ তোমার উত্তাপ মিলে
একটা ধুমকেতু হোক না-
আর আছড়ে পড়ুক পৃথিবীর বুকে -
মুছে যাক সব গ্লানি।
===