তোমরা ধৈর্য্য হারাচ্ছো না তো।
দেখো বিদ্রোহ করে বসবে না যেন।
ঘরের বাইরে এসে বিদ্রোহ দেখালে
তোমার বদলে ওরা স্বাধীনতা পেয়ে যাবে জেনো।


এ লড়াই তোমার  লড়াই
সমগ্র মানবজাতিকে করোনার শাসন থেকে
মুক্তি দেওয়ার লড়াই।


এই সময়টা বুকে গুলি খাবার জন্য নয়।
আপনি শহীদ হলে আপনার সমাধীর ওপর
কেউ স্লোগান দেবে না।
কেউ আপনার মূর্তি বসিয়ে ফুল মালা দেবে না।


এক মুহূর্তের উল্লাস, নিশ্চিহ্ন করতে পারে
মানবজাতির অত্যাধুনিক গোটা শহর।
কপালের ঘামটা সুড়ূৎ করে হড়কে নেমে এল তো।


এ যুদ্ধে অস্ত্র লাগবে না, রক্তারক্তি হবে না
জিততে হলে শুধু ধৈয্য চাই মনে।
প্রতিদিন আমি আমার সাথেই লড়াই করব।
নিজেকে পোড়াব নিজের আগুনে।


এ লড়াই ধৈয্যের লড়াই
শাসনকর্তা করোনা সে ধৈয্যহীনদের ছাড়ে না।
এ নিম্নচাপ নিরীহ নয়,এ সঙ্কট দেখাছে ভয়।।