নীল পাখিটা মাঝে মাঝেই শেওলা ধরা
পাঁচিলটার ওপর এসে বসছে।
আর সবুজ শেওলা গুলোকে ঠুকরে তুলে দিতে চাইছে।
নীল পাখিটা আজো এসে বসেছে।
তাকে প্রশ্ন করলাম -কি চাই তোমার?
কেন সবুজ শেওলা গুলোকে তুলে দিচ্ছো?
বলল -সময়তো শেষ।
কিন্তু ঐ শেওলা গুলোই তোমাকে অক্সিজেন দিচ্ছে।
আর আমি ফিরে যাচ্ছি। আমার সময় নষ্ট হচ্ছে।


।। অদ্ভুতকাণ্ড ।।
আকাশ জুড়ে কে রামধনু
এঁকে দিল এক পলকে।
স্বপ্ন মনে হয়।
আগুনের গায়ে এত উত্তাপ কে দিল?
অদ্ভুত  মনে হয়।
পৃথিবী ভরা এত জল দিল কে? যাদু মনে হয়।
চন্দ্র সূর্যের এত সুন্দর বোঝা পড়া কে করে দিল?
একজন ওঠে একজন নামে।
পৃথিবীকে কে এত ঘুর পাক খাওয়াচ্ছে?
চাঁদকেই বা কে বলল পৃথিবীর চার পাশে ঘুরতে?
এত জোছনাই বা কেন দেয় পৃথিবীকে?
এত তাপ বা কোথায় পেল দিনমনি?
প্রশ্ন জাগে মনে।