।।দুই জাতি।।
দেবপ্রসাদ জানা
০২,৫,২০২০


পৃথিবী এখন দুই ভাগ !
এক করোনা জাতি দুই ধারনা জাতি।
হিন্দু নেই, মুসলিম নেই, শিখ নেই
শুধু দুই জাত করোনা আর ধারনা।
অচ্ছুৎ ঐ করোনা জাতি
তাদের নেই কোনো সাথি
ভয়ে বুঝি মরে এবার যাদের হয় ধারনা।


ছায়া বুঝি ছুঁয়ে ফেলে অচ্ছুৎ একবার হয়ে গেলে
ঘরহীন পরিবার হীন মৃত্যু আসবে নেমে।


দৌড়ে ছুটে টগবগিয়ে পাল্লা দিয়ে পোকার সঙ্গে
তবুও হারছে শরীর।
এ এক অত্যাশ্চর্য অনুভূতি।
ভালোবাসার অবনতি।
ভালোবেসে যে হাত মেলাবো,আদর করে জড়িয়ে ধরব,
ধারনা হারিয়ে দেয়, সরিয়ে দেয়।


সব যুদ্ধ থেমে যাবে, ভয়ের রেশ থেকে যাবে।
আরো একশ বছর।
হাতে হাত লাগবে না, ছায়া গায়ে পড়বে না
ভালোবাসায় ফুল ফুটবে না।
বিভেদ ভেদাভেদ বিদ্বেষ আরো বাড়বে
এডসের মতোই করোনা টেষ্ট হলেই বিয়ে হবে।


বিশ্বাসহীন মনের ভেতরে ও বাইরে মানুষের জন্ম হবে।
রক্তের ভেতরে ধর্মপীড়ার বদলে করোনাপীড়ার জন্ম নেবে।
বৈষম্যের আর্তনাদ ঘর দোর দিগন্ত প্রান্তর ছেড়ে
মহাকাশে পৌঁছে যাবে একদিন।
ভেসে যাবো সব জীবনের স্রোতে করোনার ভেলায় চেপে।।