চারিদিকে আবিরে আবিরে ঢেকে যাচ্ছে।
লাল নীল হলুদ সবুজ
তোমার ফাগুন মাস -আমার?
চারিদিকে ফুলে ফুলে ছেয়ে আছে।
তোমার বসন্ত রঙিন -আমার?
চারিদিকে উৎসবের আনন্দে মাতয়ারা।
তোমার বাগানে নানা ফুলের হাসি।
তোমার পলাশ ফুল লাল -আমার?
আমার এখানে শুধু বরফ।
আমার এখানে কাঁটাতার।
আমার এখানে বন্ধুকের নল।
আমার এখানে রক্ত লাল।
আমার এখানে মৃত্যু।
আমার এখানের আবির লাল।
আমার এখানে রক্তের হোলি।
আমার এখানে বন্ধুকের গুলি।
আমার এখানে শুধু লাস।
আমার প্রিয়ার সিঁদুর ধোয়ার দিন।
চারিদিকে লালে লাল বসন্তের পলাশ।