এলোমেলো
দেবপ্রসাদ জানা
২৯,৫,২০২০


বড় এলোমেলো হয়ে গেছি,
বই খাতা পেন পেন্সিল সব এলোমেলো হয়ে
বিছানায় মুখ থুবড়ে পড়ে আছে।
রাস্তাটাকে জানালা দেখার চেষ্টা করি
বাইরে শুধু কুয়াশা। কলম চলছে না যেন আর।
কি একটা অভিযোগ করছে সারাক্ষন।
ঘরটাকে জঞ্জাল বানিয়ে ফেলেছি।
সময়মত ঘরে বাতি জ্বালাই না,
তুমি তো অন্ধকারময় জীবনের বিন্দুটুকু মাত্র জেনেছ।
আরো আরো অনেক কিছু আছে।
এটুকুতেই?
তাতেই আমাকে ছেড়ে গেলে?
আসলে ওগুলো আমার কবিতার রসদ।
উপকরণ, কাঁচামাল কবিতার।
যা দিয়ে আমি কবিতা তৈরী করি।
তুমি বললে পরকীয়া।
না পরকীয়া না। এতো কবিতার স্বকীয়া।
তুমি নেই তাই কাঠফাটা রৌদ্দুরে ছাতা নিই না,
রাত্রি আছে তবু চোখে ঘুম নেই,
একঘেয়েমী একাকিত্ব ঘিরে আছে আমার চারপাশে,
রাগ কোরো তুমি।
রাত্রের নিশাচর পাখির সাথে দোস্তি আমার,
যাচ্ছি না কোথাও,
নোংরা জামা কাপড় দুখে হ্যাঙারে ঝুলে আত্মহত্যা করেছে।
আর বারবার পরা আধোয়া প্যান্ট পরছি দিনকে দিন,
তুমি এলে না।
তোমায় ভেবে দিন করছি সব রঙিন,
শুধুই অপেক্ষায় তোমার ও আমার মিষ্টি বউ
কবে আসবে তুমি আবার আমার ঘরে?
তোমার ভাবনায় ডুবে যাই মাঝে মাঝে
হটাৎই মনে হয় তুমি আসছো
সর্বত্র খুঁজে ফিরি তোমার অস্তিত্ব।