।।ফিরে আসব।।
দেবপ্রসাদ জানা
  ১৪.৮.২০২০


আরে যাবো আর কই,ফিরেই আসব
তোমার কাছে আবার,অপেক্ষায় থেকো
হয়তো ছাদের কোনে এসেই বসব
সেদিন খাবার থালা হাতে করে রেখো।


আমি যা যা ভালোবাসি,থালায় সাজিয়ে
আকাশের পানে চেয়ো আকুল নয়নে
কালো কাক হয়ে ওই কার্নিসের পায়ে
এদিক ওদিক চেয়ে প্রফুল্ল বদনে


প্রিয় খাদ্য অবশ্যই নিয়ে নেবো তুলে।
তুমি দেখো জানালার আড়াল থেকেই
নইলে যে ভয়ে পেয়ে চলে যাব ভুলে
প্রিয় খাদ্যের থালায় ওটাকে রেখেই।


এবে তুমি ইচ্ছেমতো হাসতে খেলতে
পারো সকাল বিকেল,খলিত বসন্তে