দুই মুঠো চাল,
শুকনো গাছের ডাল,
সেদ্ধভাত খাই।
ফুটপাতে থাকি
কাঁচা তেল মাখি
যখন যা পাই।
পথে ধারে ঘর  
গাড়ি ঘড়ঘড়,
শান্তিতে ঘুমাই
ছেঁড়া পকেট খালি
তাতে দেয়া তালি
হাসি সদাই।
মুরগির কাটা পা
সেদ্ধ করে খা।
নইলে পেট খালি।
পলিথিনের ঘর
কেউ নয়তো পর
পিঠে পথের বালি।
জল বৃষ্টি ঝড়
কেমন পর পর
এমন বর্ষাকাল।
গাছের তলায় বাস
বুক ভরা শ্বাস
পাশে নোংরা নাল।
হারে কে জেতে কে
সব হার আমার যে
খেলা হলে শেষ।  
ভোট দি নোট পাই
যখনতখন তাড়া খাই
এই মোর দেশ।
চুরি হলো ছুড়ি
পুলিশ মোরে ধরি
ঢুকালো ফাটক।
ছয় মাস জেল
এ ভারি খেল
এর ও আছে ঘটক।
রাতের পথে কুকাজ
ভদ্রতার মুখে লাজ
আমি জেল যাই।
বিনিময়ে তিন চার
হাজার হলে তবে ছাড়।
দশ হাজার ও পাই।
ডিম ভাত এক হাত
মা বলেছে, সাথ সাথ
তাতে ভুল নাই।
ছ মাস পরে জেল ছুটি
হাসতে হাসতে লুটোপুটি
আসল চোর নাই।
এই ভাবে দিন চলে
ফুটপাতে রাত হলে
কান্ড অনেক দেখি।
ভদ্রলোকের করা পাপ
নিজে ঘাড়ে চাপ চাপ
জানেন না সেকি !
  
======