ফুচকা।।


ছোটো ছোটো লুচির মতো
মুচমুচে তার গা।
আলু মেখে ভেতরে দিয়ে
টক জলে দে খা।
ধনে পাতা বাদাম কুচি
সিদ্ধ ছোলার সাজ।
লঙ্কা গুড়ো বিট লবনে
লেবু গন্ধ রাজ।
দশ টাকাতে ছয়টা পাবে
ফাও চেও না ভাই।
শুকনো খেলে পাঁচটা পাবে
এক্সট্রা কিছু নাই।
খেতে পারো ফুচকা ভেঙে
ছোলা মটর দিয়ে।
কুড়মুড় কুড়মুড় চুড়মুড় খাবে
শাল পাতাতে নিয়ে।
দই ফুচকা,আমিষ ফুচকা
খেলে খেতে পারো।
দই থাকবে পিয়াঁজ থাকবে
ফুচকার মধ্যে ভরো।
বিয়ে বাড়ির গেটের মুখে
স্টল যদি হয়।
আগে ভাগে ফুচকা খেতে
সবাই মিলে কয়।
ফুচকা নিয়ে কাড়াকাড়ি
সব কলেজ এর মুখে।
ছাত্র ছাত্রী দিদিমনি
খায় দারুন সুখে।