গতকাল! সেতো ইতিহাস
বেশতো ছিলাম উত্তাপের ভিতর।
তাপ নিয়ন্ত্রনের কি প্রয়োজন?
এইতো বেশ আছি।
আগামীকাল কি হবে জানি না
বেদনা না সুখের বন্যা ?
যা ছিলাম তাই ভালো -
কি হবে আগামী,তা ভেবেছে কে কবে?
আজ আছি গরম তাওয়ায় -
পায়ের তলায় যন্ত্রনা।
কাল দেবে ভাটির মধ্যে
জ্বলে পুড়ে মরব নাকি?
কিংবা রাখবে ফ্রিজে ভরে
শীতের হাতে বরফ করে।
যা ছিল ভালো আছি
আর কেন নাড়া দাও
মরা গাছের ফুল পাতা
ঝরে যাবে বইতো নয়?
ভাঙ্গবে গড়বে নতুন করে
কত জন যে পর হবে।
কত খারাপ কত ভালো
তাদের কে আবার ধরে আনবে।
যা ছিল, যা আছে,ভালো আছে।
অগ্রগতি আছে কি?
জোয়ার ভাটায় ফেলো না নাও।
বানের জলে ভেসে যাবে।
ঝড়ের কাছে হার মানবে।
যা ছিল যা আছি ভালো আছি।
===