।।ঘুমাও সৈনিক।।
  দেবপ্রসাদ জানা
     ২০,৬,২০২০
ঘুমাও বীর সৈনিকগণ।
যন্ত্রনা বুকে নিয়ে কফিনের ভেতরে।
জাতীয় পতায় গায়ে দিয়ে।
ঘুমাও শেষবারের মতো। আমরা জেগে আছি
মোমের বাতি  হাতে তোমার শিহরে।
চক্রান্তকারীর লোমশ থাবা, শানিত বাক্য।
বুকে লয়ে ঘুমাও বীর সৈনিক।
জাতীয় পতাকা, স্যালুট, কয়েক রাউন্ড তোপ।
যথেষ্ট নয় বীর সৈনিক।
আরো আরো কুর্নিশ প্রাপ্য তোমার ।
দেখো কত ব্যথিত মানুষ তোমার শিহরে।
তোমার রক্তে ভেজা ক্ষতবীক্ষত শরীর কফিন বন্দী।
কেউ দেখবে না কফিনের ভেতরে কত আঘাতে
জর্জরিত তোমার দেহ।
কত রক্তের বিনিময়ে দেয়াল তুলে দিলে,
শত্রুর সম্মুখে।
তোমার পাঁজরের হাড় গুলো যখন ওরা ভাঙছিল,
ছাড়িয়ে নিচ্ছিল তোমার শরীরের চামড়া,
পাশবিক অত্যাচারে উৎপীড়ন করছিল।
যে যন্ত্রনা তোমার ধমনী থেকে শিরায় বয়ে গেছে
তা উপলব্ধি করার বা সহ্য করার ক্ষমতা আমাদের
নেই।
তুমি ঘুমাও হে বীরসেনা
তোমাকে আমরা কোনদিনও ভুলব না।
শেষবেলায় নতমস্তকে করি নমস্কার।