।।ঘুমের ঘোর।।
দেবপ্রসাদ জানা
২৩.৬.২০২০


আমি মশাই ঘুমের মধ্যে দিব্যি আছি।
খুব নাড়া খেয়ে ভিতরে ভিতরে জেগে উঠি
আবার ঘুমাই।
ঘুমের মধ্যেই জীবনের স্বপ্ন দেখি কুম্ভকর্ণের মতো।
ভাবছেন তো? তাহলেই হয়েছে। কুম্ভকর্ণ !
আপনি কুম্ভকর্ণ নয়?
দিনে ঠিক কতটা ঘুমান?
সব মিলিয়ে দিনে দশ থেকে বার ঘন্টা।
চব্বিশ ঘন্টায় বার ঘন্টা।
জীবনের অর্ধেকটা সময় বিছানা।
আর এই ঘুমের মধ্যেই আমরা অর্ধেকটাই
কখনো হারাই, আবার স্বপ্ন কুড়িয়ে পাই।
যেটা পাই তাই জীবন।
জন্ম মৃত্যু আর ঘুম আর এর মাঝে খাওয়া।
এই গুলোই সত্য।
আমরা ঘুমের ঘোরে জন্মাই আর ঘুমের ঘোরেই
কিছু নিদর্শন পৃথিবীর বুকে রেখে আবার যথাস্থানে
প্রত্যাগমন করি।
যখন খুব নাড়া খেয়ে ভিতরে ভিতরে জেগে উঠি
তখন গোপন ক্ষয়ের কথা মনে পড়ে।
আর বিসন্নতায় ভরে যায়।
আত্মার বিজনতায় ফেরে মৃত্যুর শিকড়।
এক অনধিগত নৈঃশব্দ্য কড়া নাড়ে বোধের দরজায়।
ঘুমের ঘোর কেটে যায় তখনই।
আসে জীবনের চেতনা।