।। ঘুমিয়ে পড়া স্মৃতি।।


বুকের মধ্যে ঘুমিয়ে পড়া
তোমার স্মৃতি গুলো আবার
জেগে উঠেছে চিত্রলেখা।
আজ তোমায় ফেসবুকের পাতায়
যেন জীবন্ত দেখলাম।
সেই মুখ, সেই হাসি, সেই চপলতা
তুমি আমাকে ব্লক করেছো।
ফেসবুক ম্যাসেঞ্জার ওয়াটস্ অ্যাপেও
জানি না কেন?
ভয় ! চ
কিসের ভয়? আমিতো তোমার কোনো ক্ষতি করিনি।
তোমাকে দেখতে চেয়েছি শুধু।
তোমার সেই লাল শাড়িতে স্কুলে।
তোমার সেই ছাপা শাড়ির নানান ফুলে।
তোমার চলার সেই অসাধারন ভঙ্গি।
ঠিক যেন কলসি কাখে শকুন্তলা।
তোমার সোঁদামাটি নাভি জুড়ে
এক সোহাগী স্থাপত্য।
তোমার প্রতিটি মিথুন মুদ্রার
সোহাগ জ্যামিতি চুপি চুপি।
তোমার নগ্ন স্পর্শে আমার মৃত কোষ গুলো
জীবিত হচ্ছে চিত্রলেখা।
আমার নীল পালক তোমার শিউলিবনে
অবৈধ ছবির নীলাভ শীৎকার শুনতে চায় চিত্রলেখা।
আশ্চর্য হিম অন্ধকারে তোমার চপল ইসারায়
আমার হৃদয় কুটিরে -
আলোড়ন জাগায় চিত্রলেখা এখনো।