কে যেন আসতে আসতে গোধূলি
সূর্যটাকে মুঠোয় ভরে নেয়।
শেষ বিকেলে
পড়ন্ত গোধূলির ম্রিয়মান আলো
আঁধারে ছেয়ে যায়।
অবলোকিত হয় প্রাত্যহিক সমাপন।
কে তুমি সবার অলক্ষে
মুঠোয় ভরে নাও সূর্যটাকে?
কে তুমি?
অপেক্ষমান সন্ধ্যা।
আঁধারের কালিমা লেপে দাও
পৃথিবীটাকে।
কি শত্রুতা তোমার পৃথিবীর সাথে?
শূন্যতা ঘেরা রাতের পৃথিবী ,
কে তুমি?
এক ঝুড়ি কালি নিয়ে ছিটিয়ে দাও
আলোয় ভরা পৃথিবীটা।
চাঁদ তবু চেষ্টা করে আলোকিত করতে।
জ্যোৎস্না দিয়ে ঢাকতে।
আঁধার আকাশে একফালি জোছনা
পৃথিবীকে মোহিত করে।
কিন্তু না সেতো পারে না
সালোকসংশ্লেষ করতে
খাদ্য তৈরীতে উদ্ভিদকে সাহায্য করতে।
জেগে থাকতে দেয় সে।
কে তুমি?
মুঠোয় করা সূর্যটাকে ছাড়ো,
=====