।।গভীর আলিঙ্গনে।।
    দেবপ্রসাদ জানা
      ২৩.০২.২০২১
যে যায়,সে যায়,বাঁধা নিয়মের জালে।
সবকিছু রেখে,এই পৃথিবীর বুকে।
মৃত্যুর নীলাভ চোখ,কালো হয়ে গেলে,
ঘুমের আড়ালে মৃত্যু,সর্বদাই থাকে।


দেখি তার মোহময়ী রূপ,অনবদ্য
সম্মোহনী,মায়াবিনী,অত্যন্ত নীরবে।
কখন কখন আসে হঠাৎ অবাধ্য।
অন্ধকারে ফিসফিস করে,অনুভবে।


হ্যাঁ ঠিক এইভাবেই,গভীর আঁধারে
মাকে চুরি করে নিয়ে গেল,মৃত্যুদৃত।
পাটে পাটে ঝুলছিল,কাপড় হ্যাঙ্গারে
গোছানো ছিলতো সব কিছু,কি অদ্ভূত।


নিঃশব্দ নীরবে তার,শেষ আনাগোনা,
তার আলিঙ্গনশব্দ,যায় নাকি শোনা?