গ্রীষ্মচৈত্র দিনে
দেবপ্রসাদ জানা
২৩.৪.২০২১


জীবন স্রোতের এই,ঘনঘটা মাঝে,
মেঘের ছায়ারা ঘোরে,যেন আনমনা,
ছায়াহীন দাবদাহ,তৃষিতের সাজে,
সবুজে ছায়ার টান,খোঁজে শামিয়ানা।


গ্রীষ্মচৈত্র দিনে ডাকে,নিশি কালবেলা,
মরীচিকা ঝড়ে ভাসে,প্রান্তের প্রহরী,
ধুসর মাঠের মাঝে,মায়াবিনী খেলা,
ফুটিফাটা ফাঁকামাঠে,ওড়ে মাধুকরী।


নগ্ন হাহাকারে ভুমি,করিছে রোদন
রাগে ক্রোধে অগ্নিসম,কাঁপে সূর্য যদি।
তুচ্ছতার দৃষ্টিপাতে,অগ্নি তপোবন।
ঘনমেঘ কালোমেঘে,জীবনের নদী।


মরানদী চড়ানদী, অপেক্ষায় রয়।
নিবিড় মেঘের কোলে,ঘুম স্বপ্নময়।।