।। হজম শক্তি।।
দেবপ্রসাদ জানা
   ২৬.৯.২০২০


আমার হজম শক্তি,বেড়েছে এখন।
খাদ্যের নয় মোটেই,কটুক্তি ওনার-
সহজে হজম হয়ে যায় সর্বক্ষণ।
কটুবাক্যে পটু যিনি,ঘরণী আমার ।


অথচ কদিন আগে,প্রতিদিন শুধু
বচসা ঝগড়া ঝাটি,এই ছিল দিন।
এরকম ছিল বহুদিন,মোর গৃহবধু-
বাক্যে বড় পটু সদা,কণ্ঠ ছিল ক্ষীণ।


বয়স যত বাড়ছে,হজম বাড়ছে
পথেঘাটে লোকজন,ক্রোধে সর্বক্ষণ।
ভয় নয় লজ্জা নয়, কি যেন হয়েছে,
হয়তো সাহিত্য গুণে, প্রফুল্ল বদন।


সদা থাকি কাব্যঘোরে, শব্দের সন্ধানে।
অঙ্ক কষে শব্দ গুনে,তালে ছন্দে গানে।