।।হারানো কবিতা।।
  দেবপ্রসাদ জানা
    ১০.৯.২০২০


মনে আছে কবি সেই পলাশের ফুল
লাল লাল থোকা থোকা,গাছের আগায়
মনে আছে কবি সেই,কৃষ্ণ চূড়া ফুল
লাল লাল অগ্নি লাল,বাসনা জাগায়।


সব যেন এলোমেলো,মন অকারণে
মনে মনে কবিতায় গহনা সাজাই।
কৃষ্ণচূড়া পলাশের বন বাতায়ণে।
হারিয়েছ কবিবর আর কিছু নাই।


কবিতা এখন রুক্ষ,ধুলোর রাস্তায়।
কত রাত জেগে ছিলো,কবিতার ভক্ত।
ঘনকালো মেঘরাশি আতঙ্ক ভরায়।
অকারণে এলোমেলো বাতাস জাগতো।


আজ কবির কবিতা,পায়চারি ছাদে
এখনো মেঘের সাথে,বহুদিন বাদে।