।। হারানোর অঙ্ক।।
  দেবপ্রসাদ জানা
    ০৭.০১.২০২০


যখন আপন দিশা হারানোর অঙ্ক-
মেলাতে পারিনা আমি,নিজের বিশ্বাসে।
তোমার চোখের কালি,আমার কলঙ্ক।
মনের গভীরে থাকা,তোমার আশ্বাসে।


হারিয়ে যাই,অবোধ বালকের মতো-
পড়ে যাই পোকাদের দলে,লালসায়
বদলে যাচ্ছে বেদনা,পাগলের মতো
তবু ডাক দিয়ে, বলে যাই, ভরসায়।


যন্ত্রণা নিয়েও আমি,হেসেছি প্রকাশ্যে
তুমি গোলাপের দিকে,চেয়ে ছিলে প্রেমে
আমি হতাসায় সেটা,দেখেছি আলস্যে
তবুও আসোনি তুমি, সেইবার নেমে।


তুমি বললে হাসতে,আমি হাসলাম।
সেই হাসি,কাল হলো,আমি দেখলাম।